< Псалтирь 150 >

1 Хвалите Бога во святых Его, хвалите Его во утвержении силы Его:
তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
2 хвалите Его на силах Его, хвалите Его по множеству величествия Его:
তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
3 хвалите Его во гласе трубнем, хвалите Его во псалтири и гуслех:
তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
4 хвалите Его в тимпане и лице, хвалите Его во струнах и органе:
তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
5 хвалите Его в кимвалех доброгласных, хвалите Его в кимвалех восклицания.
তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
6 Всякое дыхание да хвалит Господа.
শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Псалтирь 150 >