< Псалтирь 129 >

1 Множицею брашася со мною от юности моея, да речет убо Израиль:
আরোহণ-গীত। “প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে তারা আমাকে আক্রান্ত করেছে”, ইস্রায়েল একথা বলুক।
2 множицею брашася со мною от юности моея, ибо не премогоша мя.
“প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে তারা আমাকে আক্রান্ত করেছে, তবুও তারা আমাকে হারাতে পারেনি।
3 На хребте моем делаша грешницы, продолжиша беззаконие свое.
চাষীরা আমার পেছনে চষেছিল তারা লম্বা লাঙ্গলরেখা টেনেছিল।
4 Господь праведен ссече выя грешников.
সদাপ্রভুু ধার্মিক, তিনি দুষ্টদের দাসত্বের থেকে মুক্তি দিয়েছেন”।
5 Да постыдятся и возвратятся вспять вси ненавидящии Сиона:
তারা সব লজ্জিত হোক, ফিরে যাক যারা সিয়োনকে ঘৃণা করে।
6 да будут яко трава на здех, яже прежде восторжения изсше:
তারা বাড়ীর ছাদে ঘাসের মতো হোক যা বড়ো হওয়ার আগে শুকিয়ে যায়;
7 еюже не исполни руки своея жняй, и недра своего рукояти собираяй:
যা শস্যকাটা লোকের হাত পূর্ণ করে না অথবা আঁটি বাঁধা লোকের বুক ভরে না।
8 и не реша мимоходящии: благословение Господне на вы, благословихом вы во имя Господне.
পথিকরা বলে না, “সদাপ্রভুুর আশীর্বাদ তোমাদের ওপর আসুক, আমরা সদাপ্রভুুর নামে তোমাদেরকে আশীর্বাদ করি।”

< Псалтирь 129 >