< Psalms 117 >

1 Praise the LORD, all you nations! Extol him, all you peoples!
হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো; সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।
2 For his loving kindness is great towards us. The LORD’s faithfulness endures forever. Praise the LORD!
কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান, এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করো।

< Psalms 117 >