< Psalmi 113 >

1 Aleluja! Hvalite, sluge Jahvine, hvalite ime Jahvino!
সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
2 Blagoslovljeno ime Jahvino sada i dovijeka!
ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
3 Od istoka sunca do zalaska hvaljeno bilo ime Jahvino!
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
4 Uzvišen je Jahve nad sve narode, slava njegova nebesa nadvisuje.
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
5 Tko je kao Jahve, Bog naš, koji u visinama stoluje
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
6 i gleda odozgo nebo i zemlju?
কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
7 Podiže iz prašine uboga, iz gliba vadi siromaha
তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
8 da ga posadi s prvacima, s prvacima svoga naroda.
যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
9 Nerotkinji daje da u domu stanuje kao radosna majka djece brojne.
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Psalmi 113 >