< গীতসংহিতা 70 >

1 প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত। স্মরণার্থক। ঈশ্বর, আমার রক্ষা কর, সদাপ্রভুু, আমার তাড়াতাড়ি সাহায্য কর।
Para o músico chefe. Por David. Um lembrete. Hurry, Deus, para me entregar. Venha rapidamente para me ajudar, Yahweh.
2 যারা আমার প্রাণকে কামনা করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদে আনন্দ হয়, তারা ফিরে যাক এবং অপমানিত হোক।
Let eles se decepcionam e confundem quem procura minha alma. Que aqueles que desejam a minha ruína voltem para trás em desgraça.
3 যারা বলে, হায়! হায়! তারা নিজেদের লজ্জার জন্য ফিরে যাক।
Deixe-os ser virados por causa de sua vergonha que dizem: “Aha! Aha!”
4 যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।
Let todos aqueles que o procuram se regozijam e se alegram em você. Que aqueles que amam sua salvação digam continuamente, “Que Deus seja exaltado!”
5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।
Mas eu sou pobre e carente. Venha até mim rapidamente, Deus. Você é minha ajuda e meu entregador. Yahweh, não demore.

< গীতসংহিতা 70 >