< গীতসংহিতা 150 >

1 তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
Louvai ao Senhor. louvai a Deus no seu santuário, louvai-o no firmamento do seu poder.
2 তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
Louvai-o pelos seus atos poderosos, louvai-o conforme a excelência da sua grandeza.
3 তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
Louvai-o com o som de trombeta, louvai-o com o saltério e a harpa.
4 তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
Louvai-o com o adufe e a flauta, louvai-o com instrumento de cordas e com órgãos.
5 তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
Louvai-o com os címbalos sonoros, louvai-o com címbalos altisonantes.
6 শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।
Tudo quanto tem fôlego louve ao Senhor. louvai ao Senhor.

< গীতসংহিতা 150 >