< গীতসংহিতা 150 >

1 তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
Alleluia. Laudate Dominum in sanctis eius: laudate eum in firmamento virtutis eius.
2 তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
Laudate eum in virtutibus eius: laudate eum secundum multitudinem magnitudinis eius.
3 তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
Laudate eum in sono tubæ: laudate eum in psalterio, et cithara.
4 তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
Laudate eum in tympano, et choro: laudate eum in chordis, et organo.
5 তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
Laudate eum in cymbalis benesonantibus: laudate eum in cymbalis iubilationis:
6 শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।
omnis spiritus laudet Dominum. Alleluia.

< গীতসংহিতা 150 >