< গীতসংহিতা 134 >

1 আরোহণ-গীত। এস, হে সদাপ্রভুুর দাসেরা, তোমার সদাপ্রভুুর ধন্যবাদ কর, তোমরা যারা রাত্রে সদাপ্রভুুর ঘরে সেবা করো।
Ein Wallfahrtslied. Wohlan, preiset den HERRN, alle ihr Diener des HERRN,
2 তোমরা হাত তোল পবিত্র জায়গার দিকে এবং আশীর্বাদ কর সদাপ্রভুু।
Erhebt eure Hände zum Heiligtum hin und preiset den HERRN!
3 সদাপ্রভুু সিয়োন থেকে তোমাকে আশীর্বাদ করুন, তিনি যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন।
Dich segne der HERR von Zion her, der Schöpfer von Himmel und Erde!

< গীতসংহিতা 134 >