< গীতসংহিতা 133 >

1 আরোহন-গীত। দায়ূদের। দেখ, এটি কত ভালো এবং কত মনোরম যে ভাইরা একসঙ্গে একতায় বাস করে।
שיר המעלות לדוד הנה מה טוב ומה נעים שבת אחים גם יחד׃
2 এটা মাথার ওপরে দামী তেলের মতো যা দাড়িতে গড়িয়ে পড়ে, হারোণের দাড়িতে গড়িয়ে পড়ল, তার পোশাকে গড়িয়ে পড়ল।
כשמן הטוב על הראש ירד על הזקן זקן אהרן שירד על פי מדותיו׃
3 এটা হর্ম্মনের শিশিরের মতো, যা ঝরে পড়ল সিয়োন পর্বতের ওপরে কারণ সেখানে সদাপ্রভুু এক স্থিরীকৃত আশীর্বাদ করলেন, অনন্তকালের জীবন।
כטל חרמון שירד על הררי ציון כי שם צוה יהוה את הברכה חיים עד העולם׃

< গীতসংহিতা 133 >