< গীতসংহিতা 130 >

1 আরোহণ-গীত। আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
Из глубины воззвах к Тебе, Господи: Господи, услыши глас мой.
2 প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
Да будут уши Твои внемлюще гласу моления моего.
3 যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
Аще беззакония назриши, Господи, Господи, кто постоит?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
Яко у Тебе очищение есть, Имене ради Твоего потерпех Тя
5 আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
Господи, потерпе душа моя в слово Твое:
6 প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
упова душа моя на Господа от стражи утренния до нощи, от стражи утренния
7 ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
да уповает Израиль на Господа: яко у Господа милость, и многое у Него избавление:
8 এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।

< গীতসংহিতা 130 >