< গীতসংহিতা 130 >

1 আরোহণ-গীত। আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
Из дубине вичем к Теби, Господе!
2 প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
Господе! Чуј глас мој. Нека пазе уши Твоје на глас мољења мог.
3 যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
Ако ћеш на безакоње гледати, Господе, Господе, ко ће остати?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
Али је у Тебе праштање, да би Те се бојали.
5 আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
Чекам Господа; чека душа моја; уздам се у реч Његову.
6 প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
Душа моја чека Господа већма него страже јутарње, које страже јутром.
7 ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
Нека чека Израиљ Господа; јер је у Господа милост, и велик је у Њега откуп.
8 এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।
И Он ће откупити Израиља од свих безакоња Његових.

< গীতসংহিতা 130 >