< গীতসংহিতা 130 >

1 আরোহণ-গীত। আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
canticum graduum de profundis clamavi ad te Domine
2 প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
Domine exaudi vocem meam fiant aures tuae intendentes in vocem deprecationis meae
3 যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
si iniquitates observabis Domine Domine quis sustinebit
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
quia apud te propitiatio est propter legem tuam sustinui te Domine sustinuit anima mea in verbum eius
5 আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
speravit anima mea in Domino
6 প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
a custodia matutina usque ad noctem speret Israhel in Domino
7 ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
quia apud Dominum misericordia et copiosa apud eum redemptio
8 এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।
et ipse redimet Israhel ex omnibus iniquitatibus eius

< গীতসংহিতা 130 >