< গীতসংহিতা 130 >

1 আরোহণ-গীত। আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
שיר המעלות ממעמקים קראתיך יהוה
2 প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
אדני שמעה בקולי תהיינה אזניך קשבות-- לקול תחנוני
3 যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
אם-עונות תשמר-יה-- אדני מי יעמד
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
כי-עמך הסליחה-- למען תורא
5 আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
קויתי יהוה קותה נפשי ולדברו הוחלתי
6 প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
נפשי לאדני-- משמרים לבקר שמרים לבקר
7 ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
יחל ישראל אל-יהוה כי-עם-יהוה החסד והרבה עמו פדות
8 এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।
והוא יפדה את-ישראל-- מכל עונתיו

< গীতসংহিতা 130 >