< গীতসংহিতা 129 >

1 আরোহণ-গীত। “প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে তারা আমাকে আক্রান্ত করেছে”, ইস্রায়েল একথা বলুক।
“A song of the degrees.” Many a time have they assailed me from my youth, so should Israel say;
2 “প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে তারা আমাকে আক্রান্ত করেছে, তবুও তারা আমাকে হারাতে পারেনি।
Many a time have they assailed me from my youth: yet have they not prevailed against me.
3 চাষীরা আমার পেছনে চষেছিল তারা লম্বা লাঙ্গলরেখা টেনেছিল।
Upon my back have ploughmen ploughed; they have drawn long their furrows:
4 সদাপ্রভুু ধার্মিক, তিনি দুষ্টদের দাসত্বের থেকে মুক্তি দিয়েছেন”।
[Yet] the Lord is righteous; he hath cut asunder the cords of the wicked.
5 তারা সব লজ্জিত হোক, ফিরে যাক যারা সিয়োনকে ঘৃণা করে।
May all be put to shame and turned backward that hate Zion;
6 তারা বাড়ীর ছাদে ঘাসের মতো হোক যা বড়ো হওয়ার আগে শুকিয়ে যায়;
May they become like the grass of the roofs, which withereth before it is pulled up;
7 যা শস্যকাটা লোকের হাত পূর্ণ করে না অথবা আঁটি বাঁধা লোকের বুক ভরে না।
Wherewith the mower filleth not his hand; nor his arm he that bindeth sheaves.
8 পথিকরা বলে না, “সদাপ্রভুুর আশীর্বাদ তোমাদের ওপর আসুক, আমরা সদাপ্রভুুর নামে তোমাদেরকে আশীর্বাদ করি।”
Nor do they who pass by say, The blessing of the Lord be with you: we bless you in the name of the Lord.

< গীতসংহিতা 129 >