< গীতসংহিতা 124 >

1 দায়ূদের আরোহণের একটি গীত। “যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন,” ইস্রায়েলকে তা বলতে দাও,
Песнь восхождения. Давида. Если бы не Господь был с нами, - да скажет Израиль, -
2 যদি সদাপ্রভুু আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠেছিল,
если бы не Господь был с нами, когда восстали на нас люди,
3 তখন তারা আমাদেরকে জীবন্ত গিলে নিত, তখন তারা আমাদের বিরুদ্ধে প্রচন্ড রাগে ফেটে পড়তো।
то живых они поглотили бы нас, когда возгорелась ярость их на нас;
4 জল আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেত, তীব্র জলস্রোত আমাদের ওপর দিয়ে বয়ে যায়।
воды потопили бы нас, поток прошел быв над душею нашею;
5 তখন গর্জন করা জল আমাদের ডুবিয়ে দিত।
прошли бы над душею нашею воды бурные.
6 ধন্য সদাপ্রভুু, তিনি আমাদেরকে তাদের দাঁত দিয়ে ছিঁড়তে দিতেন না।
Благословен Господь, Который не дал нас в добычу зубам их!
7 আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে; ফাঁদ ছিঁড়েছে আর আমরা রক্ষা পেয়েছি।
Душа наша избавилась, как птица, из сети ловящих: сеть расторгнута, и мы избавились.
8 আমাদের সাহায্য সদাপ্রভুু থেকে আসে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্ত্তা।
Помощь наша - в имени Господа, сотворившего небо и землю.

< গীতসংহিতা 124 >