< গীতসংহিতা 121 >

1 আরোহনের গীত। আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে?
Песнь восхождения. Возвожу очи мои к горам, откуда придет помощь моя.
2 আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন।
Помощь моя от Господа, сотворившего небо и землю.
3 তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।
Не даст Он поколебаться ноге твоей, не воздремлет хранящий тебя;
4 দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।
не дремлет и не спит хранящий Израиля.
5 সদাপ্রভুুই তোমার পালক; সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত।
Господь - хранитель твой; Господь - сень твоя с правой руки твоей.
6 সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না।
Днем солнце не поразит тебя, ни луна ночью.
7 সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।
Господь сохранит тебя от всякого зла; сохранит душу твою Господь.
8 সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।
Господь будет охранять выхождение твое и вхождение твое отныне и вовек.

< গীতসংহিতা 121 >