< গীতসংহিতা 120 >

1 আরোহনের গীত। আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।
Hac ilahisi Sıkıntıya düşünce RAB'be seslendim; Yanıtladı beni.
2 আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।
Ya RAB, kurtar canımı yalancı dudaklardan, Aldatıcı dillerden!
3 প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন?
Ey aldatıcı dil, RAB ne verecek sana, Daha ne verecek?
4 তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।
Yiğidin sivri oklarıyla Retem çalısından alevli korlar!
5 দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।
Vay bana, Meşek'te garip kaldım sanki, Kedar çadırları arasında oturdum.
6 অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।
Fazla kaldım Barıştan nefret edenler arasında.
7 আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।
Ben barış yanlısıyım, Ama söze başladığımda, Onlar savaşa kalkıyor!

< গীতসংহিতা 120 >