< গীতসংহিতা 114 >

1 যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,
Kad izaðe Izrailj iz Misira, dom Jakovljev iz naroda tuðega,
2 যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।
Judeja postade svetinja Božija, Izrailj oblast njegova.
3 সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।
More vidje i pobježe; Jordan se obrati natrag.
4 পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।
Gore skakaše kao ovnovi, brdašca kao jaganjci.
5 কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে?
Što ti bi, more, te pobježe i tebi, Jordane, te se obrati natrag?
6 পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে?
Gore, što skaèete kao ovnovi, i brdašca, kao jaganjci?
7 পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।
Pred licem Gospodnjim drkæi, zemljo, pred licem Boga Jakovljeva.
8 তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।
Koji pretvara kamen u jezero vodeno, granit u izvor vodeni.

< গীতসংহিতা 114 >