< গীতসংহিতা 113 >

1 সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
هللویاه! ای بندگان خداوند، تسبیح بخوانید. نام خداوند را تسبیح بخوانید.۱
2 ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
نام خداوند متبارک باد، از الان تاابدالاباد.۲
3 সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
از مطلع آفتاب تا مغرب آن، نام خداوند را تسبیح خوانده شود.۳
4 সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
خداوند برجمیع امتها متعال است و جلال وی فوق آسمانها.۴
5 কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
کیست مانند یهوه خدای ما که بر اعلی علیین نشسته است؟۵
6 কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
و متواضع می‌شود تا نظرنماید بر آسمانها و بر زمین.۶
7 তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
که مسکین را ازخاک برمی دارد و فقیر را از مزبله برمی افرازد.۷
8 যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
تااو را با بزرگان بنشاند یعنی با بزرگان قوم خویش.۸
9 তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
زن نازاد را خانه نشین می‌سازد و مادر فرحناک فرزندان. هللویاه!۹

< গীতসংহিতা 113 >