< গীতসংহিতা 113 >

1 সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
Praise ye Yah! Praise, O ye servants of Yahweh, Praise the Name of Yahweh;
2 ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
Be the Name of Yahweh blessed, henceforth, even to times age-abiding.
3 সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
From the rising of the sun unto the going in thereof, Worthy to be praised, is the Name of Yahweh:
4 সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
High above all nations, is Yahweh, Above the heavens, his glory.
5 কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
Who is like Yahweh our God? that goeth on high to dwell,
6 কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
That cometh down low to look, through the heavens and through the earth;
7 তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
That raiseth, out of the dust, the poor, From the dunghill, uplifteth the needy;
8 যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
To give a seat with nobles, with the nobles of his people!
9 তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
Causing the barren woman to dwell in a household, A mother of sons in her joy! Praise ye Yah.

< গীতসংহিতা 113 >