< গীতসংহিতা 113 >

1 সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
Rəbbə həmd edin! Ey Rəbbin qulları, həmd edin, Rəbbin isminə həmd edin!
2 ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
İndidən sonsuzadək Rəbbin isminə alqış olsun!
3 সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
Gündoğandan günbatanadək Rəbbin ismi həmdə layiqdir!
4 সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
Rəbb bütün millətlərdən ucadır, Ehtişamı göylərdən yüksəkdir!
5 কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
Allahımız Rəbbin misli varmı? Ucalardakı taxtında oturan,
6 কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
Göyə, yerə əyilərək baxan Odur.
7 তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
O, yoxsulları toz-torpaqdan qaldırar, Fəqirləri küllükdən çıxarar.
8 যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
Onları əsilzadələrlə, Öz xalqının əsilzadələri ilə yanaşı oturdar.
9 তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।
Sonsuz qadının evini tikər, Ona övlad verməklə bəxtəvər ana edər. Rəbbə həmd edin!

< গীতসংহিতা 113 >