< হিতোপদেশ 26 >

1 যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি, তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।
As dew in harvest, and as rain in summer, so honour is not [seemly] for a fool.
2 যেমন চড়ুইপাখি ঘুরে বেড়ায়, দোয়েল উড়তে থাকে, তেমনি অকারণে দেওয়া শাপ কাছে আসে না।
As birds and sparrows fly, so a curse shall not come upon any one without a cause.
3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।
As a whip for a horse, and a goad for an ass, so [is] a rod for a simple nation.
4 নির্বোধকে উওর দিও না এবং তার বোকামিতে যুক্ত হয়ো না, পাছে তুমিও তারমত হও।
Answer not a fool according to his folly, lest you become like him.
5 নির্বোধকে তার অজ্ঞানতা অনুসারে উওর দাও, যাতে সে নিজের চোখে জ্ঞানবান না হয়।
Yet answer a fool according to his folly, lest he seem wise in his own conceit.
6 যে নির্বোধের হাতে খবর পাঠায়, সে নিজের পা কেটে ফেলে ও বিষ পান করে।
He that sends a message by a foolish messenger procures for himself a reproach from his own ways.
7 খোঁড়ার পা খুঁড়িয়ে চলে, নির্বোধদের মুখে নীতিকথা সে রকম।
[As well] take away the motion of the legs, as transgression from the mouth of fools.
8 যেমন ফিঙ্গাতে পাথর বাধা, তেমনি সেই জন, যে নির্বোধকে সম্মান করে।
He that binds up a stone in a sling, is like one that gives glory to a fool.
9 মাতালের হাতে যে কাঁটা উঠে, তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।
Thorns grow in the hand of a drunkard, and servitude in the hand of fools.
10 ১০ যে নির্বোধ এবং পথ চলতি লোককে, যে শুধু আসে এবং চলে যায়, কাজে নিযুক্ত করে ও বেতন দেয়, সে সকলকে আহত করে।
All the flesh of fools endures much hardship; for their fury is brought to nothing.
11 ১১ যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে, তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে।
As when a dog goes to his own vomit, and becomes abominable, so is fool who returns in his wickedness to his own sin. [There is a shame that brings sin: and there is a shame [that is] glory and grace.]
12 ১২ তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।
I have seen a man who seemed to himself to be wise; but a fool had more hope than he.
13 ১৩ অলস বলে, “পথে সিংহ আছে! খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”
A sluggard when sent on a journey says, [There is] a lion in the ways, and [there are] murderers in the streets.
14 ১৪ কব্জাতে যেমন কপাট ঘোরে, তেমনি অলস তার বিছানার ওপর।
As a door turns on the hinge, so does a sluggard on his bed.
15 ১৫ অলস থালায় হাত ডোবায়, আবার মুখে তুলতে তার শক্তি থাকে না।
A sluggard having hid his hand in his bosom, will not be able to bring it up to his mouth.
16 ১৬ সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস নিজের চোখে অনেক জ্ঞানবান।
A sluggard seems to himself wiser than one who most satisfactorily brings back a message.
17 ১৭ যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে।
As he that lays hold of a dog's tail, so is he that makes himself the champion of another's cause.
18 ১৮ পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,
As those who need correction put forth [fair] words to men, and he that first falls in with the proposal will be overthrown;
19 ১৯ তেমনি সেই লোক, যে প্রতিবেশীকে প্রতারণা করে, আর বলে, আমি কি উপহাস করছি না?
so are all that lay wait for their own friends, and when they are discovered, say, I did it in jest.
20 ২০ কাঠ শেষ হলে আগুন নিভে যায়, পরচর্চা না থাকলে ঝগড়ায় নিবৃত্ত হয়।
With much wood fire increases; but where there is not a double-minded man, strife ceases.
21 ২১ যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ, তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে।
A hearth for coals, and wood for fire; and railing man for the tumult of strife.
22 ২২ পরচর্চার কথা সুস্বাদু খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।
The words of cunning knaves are soft; but they strike [even] to the inmost parts of the bowels.
23 ২৩ জ্বলন্ত ঠোঁট ও দুষ্ট হৃদয় খাদ-রূপা মাখানো মাটির পাত্রের মত।
Silver dishonestly given is to be considered as a potsherd: smooth lips cover a grievous heart.
24 ২৪ যে ঘৃণা করে, সে ঠোঁটে ভাণ করে এবং সে নিজের মধ্যে প্রতারণা জমিয়ে রাখে;
A weeping enemy promises all things with his lips, but in his heart he contrives deceit.
25 ২৫ তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না, কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে।
Though [your] enemy entreat you with a loud voice, consent not: for there are seven abominations in his heart.
26 ২৬ যদিও তার ঘৃণা ছলে ঢাকা, তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে।
He that hides enmity frames deceit: but being easily discerned, exposes his own sins in the public assemblies.
27 ২৭ যে খাত ছোট, সে তার মধ্যে পড়বে; যে পাথর গড়িয়ে দেয়, তারই ওপরে তা ফিরে আসবে।
He that digs a pit for his neighbour shall fall into it: and he that rolls a stone, rolls it upon himself.
28 ২৮ মিথ্যাবাদী জিভ যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ ধ্বংস সাধন করে।
A lying tongue hates the truth; and an unguarded mouth causes tumults.

< হিতোপদেশ 26 >