< ইয়োবের বিবরণ 40 >

1 সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,
and to answer LORD [obj] Job and to say
2 “যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”
to contend with Almighty faultfinder to rebuke god to answer her
3 তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,
and to answer Job [obj] LORD and to say
4 “দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? আমি আমার মুখের ওপর হাত রাখি।
look! to lighten what? to return: reply you hand my to set: put upon lip my
5 আমি একবার কথা বলেছি এবং আমি আর উত্তর দেব না; সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”
one to speak: speak and not to answer and two and not to add: again
6 তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন,
and to answer LORD [obj] Job (from *QK) (tempest *Qk) and to say
7 “তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ, কারণ আমি তোমায় প্রশ্ন করব এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
to gird please like/as great man loin your to ask you and to know me
8 তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?
also to break justice: judgement my be wicked me because to justify
9 তোমার কি ঈশ্বরের মত হাত আছে? তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার?
and if: surely yes arm like/as God to/for you and in/on/with voice like him to thunder
10 ১০ এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও; নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও।
to adorn please pride and height and splendor and glory to clothe
11 ১১ তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।
to scatter fury face: anger your and to see: see all proud and to abase him
12 ১২ প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নম্র কর; পাপীদের তাদের জায়গায় মাড়াও।
to see: see all proud be humble him and to tread down wicked underneath: stand them
13 ১৩ তাদের একসঙ্গে মাটিতে কবর দাও; গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর।
to hide them in/on/with dust unitedness face their to saddle/tie in/on/with to hide
14 ১৪ তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে?
and also I to give thanks you for to save to/for you right your
15 ১৫ বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।
behold please Behemoth which to make with you grass like/as cattle to eat
16 ১৬ এখন দেখ, তার কোমরে তার শক্তি; তার পেটের পেশিতে তার শক্তি।
behold please strength his in/on/with loin his and strength his in/on/with muscle belly: abdomen his
17 ১৭ সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; তার উরুর পেশী একসঙ্গে জোড়া।
to sway tail his like cedar sinew (thigh his *QK) to intertwine
18 ১৮ তার হাড় পিতলের নলের মত; তার পা লোহার ডান্ডার মত।
bone his channel bronze bone his like/as rod iron
19 ১৯ সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, যিনি তাকে হারাতে পারেন।
he/she/it first: beginning way: conduct God [the] to make him to approach: bring sword his
20 ২০ পাহাড়রা তাকে খাবার যোগায়; মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে।
for produce mountain: mount to lift: aid to/for him and all living thing [the] land: wildlife to laugh there
21 ২১ সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে, জলাভূমিতে শুয়ে থাকে।
underneath: under lotus to lie down: lay down in/on/with secrecy branch: stem and swamp
22 ২২ পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে।
to cover him lotus shadow his to turn: surround him willow torrent: river
23 ২৩ দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।
look! to oppress river not to hurry to trust for to burst/come out Jordan to(wards) lip his
24 ২৪ কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”
in/on/with eye his to take: take him in/on/with snare to pierce face: nose

< ইয়োবের বিবরণ 40 >