< ২য় করিন্থীয় 9 >

1 ঈশ্বরের পবিত্র লোকেদের পরিষেবার বিষয়, তোমাদের কাছে রচনার আমার কোন প্রয়োজন নেই।
པཝིཏྲལོཀཱནཱམ྄ ཨུཔཀཱརཱརྠཀསེཝཱམདྷི ཡུཥྨཱན྄ པྲཏི མམ ལིཁནཾ ནིཥྤྲཡོཛནཾ།
2 আমি তোমাদের ইচ্ছা সম্বন্ধে জানি, আমি মাকিদনীয়ার লোকদের জন্য গর্ব বোধ করি। আমি তাদের বলেছিলাম যে গত বছর থেকেই আখায়া তৈরী হয়ে রয়েছে। তোমাদের আগ্রহ তাদের বেশিরভাগ লোককে উৎসাহিত করে তুলেছে।
ཡཏ ཨཱཁཱཡཱདེཤསྠཱ ལོཀཱ གཏཝརྵམ྄ ཨཱརབྷྱ ཏཏྐཱཪྻྱ ཨུདྱཏཱཿ སནྟཱིཏི ཝཱཀྱེནཱཧཾ མཱཀིདནཱིཡལོཀཱནཱཾ སམཱིཔེ ཡུཥྨཱཀཾ ཡཱམ྄ ཨིཙྪུཀཏཱམདྷི ཤླཱགྷེ ཏཱམ྄ ཨཝགཏོ྅སྨི ཡུཥྨཱཀཾ ཏསྨཱད྄ ཨུཏྶཱཧཱཙྩཱཔརེཥཱཾ བཧཱུནཱམ྄ ཨུདྱོགོ ཛཱཏཿ།
3 এখন আমি ভাইদের পাঠাচ্ছি, সুতরাং তোমাদের নিয়ে আমাদের যে অহঙ্কার তা যেন ব্যর্থ না হয় এবং আমি তোমাদের যে ভাবে বলবো তোমরা সেইভাবে তৈরী হবে।
ཀིཉྩཻཏསྨིན྄ ཡུཥྨཱན྄ ཨདྷྱསྨཱཀཾ ཤླཱགྷཱ ཡད྄ ཨཏཐྱཱ ན བྷཝེཏ྄ ཡཱུཡཉྩ མམ ཝཱཀྱཱནུསཱརཱད྄ ཡད྄ ཨུདྱཏཱསྟིཥྛེཏ ཏདརྠམེཝ ཏེ བྷྲཱཏརོ མཡཱ པྲེཥིཏཱཿ།
4 নয়ত, যদি কোনো মাকিদনীয় লোক আমার সঙ্গে আসে এবং তোমাদের তৈরী না দেখে, আমরা লজ্জায় পড়ব তোমাদের বিষয় আমার কিছু বলার থাকবে না তোমাদের বিষয় নিশ্চিত থাকবো।
ཡསྨཱཏ྄ མཡཱ སཱརྡྡྷཾ ཀཻཤྩིཏ྄ མཱཀིདནཱིཡབྷྲཱཏྲྀབྷིརཱགཏྱ ཡཱུཡམནུདྱཏཱ ཨིཏི ཡདི དྲྀཤྱཏེ ཏརྷི ཏསྨཱད྄ དྲྀཌྷཝིཤྭཱསཱད྄ ཡུཥྨཱཀཾ ལཛྫཱ ཛནིཥྱཏ ཨིཏྱསྨཱབྷི རྣ ཝཀྟཝྱཾ ཀིནྟྭསྨཱཀམེཝ ལཛྫཱ ཛནིཥྱཏེ།
5 সুতরাং আমি চিন্তা করেছিলাম ভাইদের তোমার কাছে আগে আসার প্রয়োজন ছিল এবং তোমরা যে আশীর্বাদের প্রতিজ্ঞা করেছিলে সে বিষয়ে আগে থেকে ব্যবস্থা করা। এই ভাবে তৈরী থাকো যেন স্বাধীন ভাবে দান দিতে পার এবং তোমাদের দান দিতে জোর করা না হয়।
ཨཏཿ པྲཱཀ྄ པྲཏིཛྙཱཏཾ ཡུཥྨཱཀཾ དཱནཾ ཡཏ྄ སཉྩིཏཾ བྷཝེཏ྄ ཏཙྩ ཡད྄ གྲཱཧཀཏཱཡཱཿ ཕལམ྄ ཨབྷཱུཏྭཱ དཱནཤཱིལཏཱཡཱ ཨེཝ ཕལཾ བྷཝེཏ྄ ཏདརྠཾ མམཱགྲེ གམནཱཡ ཏཏྶཉྩཡནཱཡ ཙ ཏཱན྄ བྷྲཱཏྲྀན྄ ཨཱདེཥྚུམཧཾ པྲཡོཛནམ྄ ཨམནྱེ།
6 বিষয়টি এই: যে অল্প পরিমাণে বীজ বুনবে সে অল্প পরিমাণে শস্য কাটবে এবং যে লোক আশীর্বাদের সঙ্গে বীজ বোনে সে আশীর্বাদের সঙ্গে শস্য কাটবে।
ཨཔརམཔི ཝྱཱཧརཱམི ཀེནཙིཏ྄ ཀྵུདྲབྷཱཝེན བཱིཛེཥཱུཔྟེཥུ སྭལྤཱནི ཤསྱཱནི ཀརྟྟིཥྱནྟེ, ཀིཉྩ ཀེནཙིད྄ བཧུདབྷཝེན བཱིཛེཥཱུཔྟེཥུ བཧཱུནི ཤསྱཱནི ཀརྟྟིཥྱནྟེ།
7 প্রত্যেকে নিজের মনে যে রকম পরিকল্পনা করেছে সেইভাবে দান করুক মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান না দিক কারণ খুশী মনে যে দান করে ঈশ্বর তাকে ভালবাসেন।
ཨེཀཻཀེན སྭམནསི ཡཐཱ ནིཤྩཱིཡཏེ ཏཐཻཝ དཱིཡཏཱཾ ཀེནཱཔི ཀཱཏརེཎ བྷཱིཏེན ཝཱ ན དཱིཡཏཱཾ ཡཏ ཨཱིཤྭརོ ཧྲྀཥྚམཱནསེ དཱཏརི པྲཱིཡཏེ།
8 এবং ঈশ্বর তোমাদের সব রকম আশীর্বাদ উপচে দিতে পারেন, সুতরাং, সবদিন, সব বিষয়ে, তোমাদের সব রকম প্রয়োজনে, সব রকম ভালো কাজে তোমরা এগিয়ে চল।
ཨཔརམ྄ ཨཱིཤྭརོ ཡུཥྨཱན྄ པྲཏི སཪྻྭཝིདྷཾ བཧུཔྲདཾ པྲསཱདཾ པྲཀཱཤཡིཏུམ྄ ཨརྷཏི ཏེན ཡཱུཡཾ སཪྻྭཝིཥཡེ ཡཐེཥྚཾ པྲཱཔྱ སཪྻྭེཎ སཏྐརྨྨཎཱ བཧུཕལཝནྟོ བྷཝིཥྱཐ།
9 পবিত্র শাস্ত্রে যেমন লেখা আছে, “সে তার ধনসম্পদ ভাগ করে দিয়েছে এবং গরিবদের দান করেছে; তার ধার্ম্মিকতা চিরকাল স্থায়ী।” (aiōn g165)
ཨེཏསྨིན྄ ལིཁིཏམཱསྟེ, ཡཐཱ, ཝྱཡཏེ ས ཛནོ རཱཡཾ དུརྒཏེབྷྱོ དདཱཏི ཙ། ནིཏྱསྠཱཡཱི ཙ ཏདྡྷརྨྨཿ (aiōn g165)
10 ১০ যিনি চাষীর জন্য বীজ এবং খাবারের জন্য রুটি যোগান দেন, তিনি আরো যোগান দেবেন এবং রোপণের জন্য তোমাদের বীজ বহুগুণ করবেন এবং তোমাদের ধার্মিকতার ফল বাড়িয়ে দেবেন।
བཱིཛཾ བྷེཛནཱིཡམ྄ ཨནྣཉྩ ཝཔྟྲེ ཡེན ཝིཤྲཱཎྱཏེ ས ཡུཥྨབྷྱམ྄ ཨཔི བཱིཛཾ ཝིཤྲཱཎྱ བཧུལཱིཀརིཥྱཏི ཡུཥྨཱཀཾ དྷརྨྨཕལཱནི ཝརྡྡྷཡིཥྱཏི ཙ།
11 ১১ তোমরা সব দিক দিয়েই ধনী হবে যাতে দান করতে পার এবং এই ভাবে আমাদের ভিতর দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।
ཏེན སཪྻྭཝིཥཡེ སདྷནཱིབྷཱུཏཻ ཪྻུཥྨཱབྷིཿ སཪྻྭཝིཥཡེ དཱནཤཱིལཏཱཡཱཾ པྲཀཱཤིཏཱཡཱམ྄ ཨསྨཱབྷིརཱིཤྭརསྱ དྷནྱཝཱདཿ སཱདྷཡིཥྱཏེ།
12 ১২ তোমাদের এই পরিষেবার মাধ্যমে কেবলমাত্র পবিত্র লোকদের অভাব পূরণ করবে তা নয় কিন্তু ঈশ্বরের অনেক আরাধনার মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ছে।
ཨེཏཡོཔཀཱརསེཝཡཱ པཝིཏྲལོཀཱནཱམ྄ ཨརྠཱབྷཱཝསྱ པྲཏཱིཀཱརོ ཛཱཡཏ ཨིཏི ཀེཝལཾ ནཧི ཀིནྟྭཱིཤྩརསྱ དྷནྱཝཱདོ྅པི བཱཧུལྱེནོཏྤཱདྱཏེ།
13 ১৩ তোমরা যে বিশ্বস্ত তোমাদের এই সেবা কাজ তা প্রমাণ করবে তোমরা আরো ঈশ্বরকে মহিমান্বিত করবে খ্রীষ্টের সুসমাচারে পাপ স্বীকার করে ও বাধ্য হয়ে এবং তোমাদের ও সকলের দান।
ཡཏ ཨེཏསྨཱད྄ ཨུཔཀཱརཀརཎཱད྄ ཡུཥྨཱཀཾ པརཱིཀྵིཏཏྭཾ བུདྡྷྭཱ བཧུབྷིཿ ཁྲཱིཥྚསུསཾཝཱདཱངྒཱིཀརཎེ ཡུཥྨཱཀམ྄ ཨཱཛྙཱགྲཱཧིཏྭཱཏ྄ ཏདྦྷཱགིཏྭེ ཙ ཏཱན྄ ཨཔརཱཾཤྩ པྲཏི ཡུཥྨཱཀཾ དཱཏྲྀཏྭཱད྄ ཨཱིཤྭརསྱ དྷནྱཝཱདཿ ཀཱརིཥྱཏེ,
14 ১৪ এবং তারা অনেকদিন ধরে তোমাদের জন্য প্রার্থনা করছে কারণ ঈশ্বরের অতি মহান অনুগ্রহের আশা তোমাদের ওপর পড়বে।
ཡུཥྨདརྠཾ པྲཱརྠནཱཾ ཀྲྀཏྭཱ ཙ ཡུཥྨཱསྭཱིཤྭརསྱ གརིཥྛཱནུགྲཧཱད྄ ཡུཥྨཱསུ ཏཻཿ པྲེམ ཀཱརིཥྱཏེ།
15 ১৫ ব্যাখ্যা করা যায় না এমন দান, যা হলো তাঁর একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক।
ཨཔརམ྄ ཨཱིཤྭརསྱཱནིཪྻྭཙནཱིཡདཱནཱཏ྄ ས དྷནྱོ བྷཱུཡཱཏ྄།

< ২য় করিন্থীয় 9 >