< ১ম করিন্থীয় 8 >

1 আর প্রতিমার কাছে উত্সর্গ করা বলির বিষয়; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু ভালবাসাই গেঁথে তোলে।
དེཝཔྲསཱདེ སཪྻྭེཥཱམ྄ ཨསྨཱཀཾ ཛྙཱནམཱསྟེ ཏདྭཡཾ ཝིདྨཿ། ཏཐཱཔི ཛྙཱནཾ གཪྻྭཾ ཛནཡཏི ཀིནྟུ པྲེམཏོ ནིཥྛཱ ཛཱཡཏེ།
2 যদি কেউ মনে করে, সে কিছু জানে, তবে যে রকম জানা উচিত, তেমন এখনও জানে না;
ཨཏཿ ཀཤྩན ཡདི མནྱཏེ མམ ཛྙཱནམཱསྟ ཨིཏི ཏརྷི ཏེན ཡཱདྲྀཤཾ ཛྙཱནཾ ཙེཥྚིཏཝྱཾ ཏཱདྲྀཤཾ ཀིམཔི ཛྙཱནམདྱཱཔི ན ལབྡྷཾ།
3 কিন্তু যদি কেউ ঈশ্বরকে ভালবাসে, সেই তাঁর জানা লোক।
ཀིནྟུ ཡ ཨཱིཤྭརེ པྲཱིཡཏེ ས ཨཱིཤྭརེཎཱཔི ཛྙཱཡཏེ།
4 ভাল, প্রতিমার কাছে উত্সর্গ বলি খাওয়ার বিষয়ে আমরা জানি, প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই।
དེཝཏཱབལིཔྲསཱདབྷཀྵཎེ ཝཡམིདཾ ཝིདྨོ ཡཏ྄ ཛགནྨདྷྱེ ཀོ྅པི དེཝོ ན ཝིདྱཏེ, ཨེཀཤྩེཤྭརོ དྭིཏཱིཡོ ནཱསྟཱིཏི།
5 কারণ কি স্বর্গে কি পৃথিবীতে যাদেরকে দেবতা বলা হয়, এমন অনেক যদিও আছে, বাস্তবে অন্য দেবতা ও অনেক প্রভু আছে
སྭརྒེ པྲྀཐིཝྱཱཾ ཝཱ ཡདྱཔི ཀེཥུཙིད྄ ཨཱིཤྭར ཨིཏི ནཱམཱརོཔྱཏེ ཏཱདྲྀཤཱཤྩ བཧཝ ཨཱིཤྭརཱ བཧཝཤྩ པྲབྷཝོ ཝིདྱནྟེ
6 তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁর থেকে সবই হয়েছে ও আমরা যাঁর জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁর মাধ্যমে সব কিছুই হয়েছে এবং আমরা যাঁর জন্য আছি।
ཏཐཱཔྱསྨཱཀམདྭིཏཱིཡ ཨཱིཤྭརཿ ས པིཏཱ ཡསྨཱཏ྄ སཪྻྭེཥཱཾ ཡདརྠཉྩཱསྨཱཀཾ སྲྀཥྚི རྫཱཏཱ, ཨསྨཱཀཉྩཱདྭིཏཱིཡཿ པྲབྷུཿ ས ཡཱིཤུཿ ཁྲཱིཥྚོ ཡེན སཪྻྭཝསྟཱུནཱཾ ཡེནཱསྨཱཀམཔི སྲྀཥྚིཿ ཀྲྀཏཱ།
7 তবে সবার মধ্যে এ জ্ঞান নেই; কিন্তু কিছু লোক আজও প্রতিমার সঙ্গে সম্পর্ক থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা বলি মনে করে সেই বলি ভোজন করে এবং তাদের বিবেক দুর্বল বলে তা দূষিত হয়।
ཨདྷིཀནྟུ ཛྙཱནཾ སཪྻྭེཥཱཾ ནཱསྟི ཡཏཿ ཀེཙིདདྱཱཔི དེཝཏཱཾ སམྨནྱ དེཝཔྲསཱདམིཝ ཏད྄ བྷཀྵྱཾ བྷུཉྫཏེ ཏེན དུརྦྦལཏཡཱ ཏེཥཱཾ སྭཱནྟཱནི མལཱིམསཱནི བྷཝནྟི།
8 কিন্তু খাদ্য দ্রব্য আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করায় না; তা না ভোজন করলে আমাদের ক্ষতি হয় না, আর ভোজন করলেও আমাদের বিশেষ কিছু লাভ হয় না।
ཀིནྟུ བྷཀྵྱདྲཝྱཱད྄ ཝཡམ྄ ཨཱིཤྭརེཎ གྲཱཧྱཱ བྷཝཱམསྟནྣཧི ཡཏོ བྷུངྐྟྭཱ ཝཡམུཏྐྲྀཥྚཱ ན བྷཝཱམསྟདྭདབྷུངྐྟྭཱཔྱཔཀྲྀཥྚཱ ན བྷཝཱམཿ།
9 কিন্তু সাবধান, তোমাদের এই অধিকার যেন কোন ভাবেই দুর্বলদের জন্য বাধা না হয়।
ཨཏོ ཡུཥྨཱཀཾ ཡཱ ཀྵམཏཱ སཱ དུརྦྦལཱནཱམ྄ ཨུནྨཱཐསྭརཱུཔཱ ཡནྣ བྷཝེཏ྄ ཏདརྠཾ སཱཝདྷཱནཱ བྷཝཏ།
10 ১০ কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি প্রতিমার কাছে উৎসর্গ করা বলি ভোজন করতে সাহস পাবে না?
ཡཏོ ཛྙཱནཝིཤིཥྚསྟྭཾ ཡདི དེཝཱལཡེ ཨུཔཝིཥྚཿ ཀེནཱཔི དྲྀཤྱསེ ཏརྷི ཏསྱ དུརྦྦལསྱ མནསི ཀིཾ པྲསཱདབྷཀྵཎ ཨུཏྶཱཧོ ན ཛནིཥྱཏེ?
11 ১১ তাই তোমার জ্ঞান দিয়ে সেই ভাই যার জন্য খ্রীষ্ট মারা গেছেন, সেই দুর্বল ব্যক্তি নষ্ট হবে।
ཏཐཱ སཏི ཡསྱ ཀྲྀཏེ ཁྲཱིཥྚོ མམཱར ཏཝ ས དུརྦྦལོ བྷྲཱཏཱ ཏཝ ཛྙཱནཱཏ྄ ཀིཾ ན ཝིནཾཀྵྱཏི?
12 ১২ এই ভাবে ভাইয়েদের বিরুদ্ধে পাপ করলেও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ কর।
ཨིཏྱནེན པྲཀཱརེཎ བྷྲཱཏྲྀཎཱཾ ཝིརུདྡྷམ྄ ཨཔརཱདྷྱདྦྷིསྟེཥཱཾ དུརྦྦལཱནི མནཱཾསི ཝྱཱགྷཱཏཡདྦྷིཤྩ ཡུཥྨཱབྷིཿ ཁྲཱིཥྚསྱ ཝཻཔརཱིཏྱེནཱཔརཱདྷྱཏེ།
13 ১৩ অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে, তবে আমি কখনও মাংস খাব না, যদি এর জন্য আমার ভাইয়ের বাধার কারণ হই। (aiōn g165)
ཨཏོ ཧེཏོཿ པིཤིཏཱཤནཾ ཡདི མམ བྷྲཱཏུ ཪྻིགྷྣསྭརཱུཔཾ བྷཝེཏ྄ ཏརྷྱཧཾ ཡཏ྄ སྭབྷྲཱཏུ ཪྻིགྷྣཛནཀོ ན བྷཝེཡཾ ཏདརྠཾ ཡཱཝཛྫཱིཝནཾ པིཤིཏཾ ན བྷོཀྵྱེ། (aiōn g165)

< ১ম করিন্থীয় 8 >