< বংশাবলির প্রথম খণ্ড 8 >

1 বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ,
Вениамин же роди Валу первенца своего, и Азвила втораго, и Диеру третияго,
2 চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
и Науила четвертаго, и Рафу пятаго.
3 বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
Быша же сынове Вале: Адир, Гира и Авиуд,
4 অবীশূয়, নামান, আহোহ,
и Ависуй и Ноаман, и Ахиа
5 গেরা, শফূফন ও হূরম।
и Гира, и Сефуфам и Урам.
6 এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
Сии сынове Аоди, сии суть князи племен обитающым в Гаваи, ихже преселиша в Мануаф:
7 নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
и Нааман и Ахиа, и Гира, тойже иглаам, и (Гира) роди Азана и Нуа.
8 আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
И Сеорим роди на поли Моавли, повнегда отпустити ему Осиму и Вааду жены своя:
9 মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
роди же от Валы жены своея Иовава и Самию, и Мису и Мелхома,
10 ১০ যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
и Иоаса и Сехию и Мармию: сии сынове его князи отечеств:
11 ১১ হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
от Осимы же роди Амитова и Елифаада.
12 ১২ ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
Сынове же Елифаадовы: Евер и Мисоам и Самиил: той созда Анон и Лодон и веси их, еод и веси его:
13 ১৩ বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
Вериа же и Сама. Сии князи племенем живущим во Еламе, и тии изгнаша живущих в Гефе.
14 ১৪ বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
И братия их Сосил и Иеримоф,
15 ১৫ সবদিয়, অরাদ, এদর,
и Завадиа и Орид, и Авад
16 ১৬ মীখায়েল, যিশ্‌পা ও যোহ।
и Мосоллам, и Иесфа и Иезиа, сынове Вериины.
17 ১৭ ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
И Завадиа и Мосоллам, и Азаки и Авер,
18 ১৮ হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।
и Иассий и Самари, и Иезелиа и Иовав, сынове Елфаали.
19 ১৯ শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
И Иаким и Хезрий, и Завдий
20 ২০ সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
и Елиоинай, и Салафий и Елиил,
21 ২১ ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
и Адаиа и Вареа и Самараф, сынове Семеины.
22 ২২ শাশকের ছেলেরা হল যিশ্‌পন,
И Иесфан и Авер, и Елеил (и Адриа),
23 ২৩ এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
и Авдон и Зехрий, и Анан
24 ২৪ হানন, হনানিয়,
и Ананиа, и Илам и Анафафиа,
25 ২৫ এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
и Иефадиа и Фануил, сынове Сосиковы.
26 ২৬ যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়া,
И Самоас и Сареа, и Ефниа
27 ২৭ যারিশিয়, এলিয় ও সিখ্রি।
и Иарасиа, и Илиа и Зехриа, сынове Иеромоимли.
28 ২৮ এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
Сии князи отечеств по племенем их: началницы сии обиташа во Иерусалиме.
29 ২৯ যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
В Гаваоне же вселися Иеиль отец Гаваона и имя жене его Мааха:
30 ৩০ তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
сын же его первенец Авдон, и Сур и Кис, и Ваел и Надав, и Нир
31 ৩১ গদোর, অহিয়ো ও সখর।
и Геддор и Аиуй и братия его, и Саур и Махелод.
32 ৩২ মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
Махелод же роди Самаа. Сии же обиташа прямо братии своей во Иерусалиме с братиею своею.
33 ৩৩ নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।
Нир же роди Киса, и Кис роди Саула, Саул же роди Ионафана и Мелхисуа, и Аминадава и Иесваала.
34 ৩৪ যোনাথনের ছেলে মরীব্‌বাল ও মরীব্‌বালের ছেলে মীখা।
Сын же Ионафанов Мемфиваал (или Мемфивосфей): и Мемфиваал роди Миху.
35 ৩৫ মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
Сынове же Михины: Фифоф и Малоф, и Фарес и Хааз.
36 ৩৬ আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
Хааз же роди Иаду, Иада же роди Салемефа и Асмофа и Замвриа, Замврий же роди Месу,
37 ৩৭ মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
Меса же роди Ваану: Рафеа сын его, Еласа сын его, Асаил сын его.
38 ৩৮ আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
Асаилу же шесть сынов, и сия имена их: Езрикам первенец его, и Исмаил и Азариа, и Авдиа и Сараиа и Анан: вси тии сынови Асаилевы.
39 ৩৯ আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
Сынове же Асена брата его: Улам первенец его, и Иесус вторый, и Елифас третий.
40 ৪০ ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।
Быша же сынове Уламли мужие крепцы силою, напрязающе лук и умножающе сыны и сыны сынов, сто пятьдесят. Вси сии от сынов Вениаминих.

< বংশাবলির প্রথম খণ্ড 8 >