< 1-я Паралипоменон 8 >

1 Вениамин родил Белу, первенца своего, второго Ашбела, третьего Ахрая,
বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ,
2 четвертого Ноху и пятого Рафу.
চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
3 Сыновья Белы были: Аддар, Гера, Авиуд,
বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
4 Авишуа, Нааман, Ахоах,
অবীশূয়, নামান, আহোহ,
5 Гера, Шефуфан и Хурам.
গেরা, শফূফন ও হূরম।
6 И вот сыновья Егуда, которые были главами родов, живших в Геве и переселенных в Манахаф:
এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
7 Нааман, Ахия и Гера, который переселил их; он родил Уззу и Ахихуда.
নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
8 Шегараим родил детей в земле Моавитской после того, как отпустил от себя Хушиму и Баару, жен своих.
আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
9 И родил он от Ходеши, жены своей, Иовава, Цивию, Мешу, Малхама,
মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
10 Иеуца, Шахию и Мирму: вот сыновья его, главы поколений.
১০যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
11 От Хушимы родил он Авитува и Елпаала.
১১হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
12 Сыновья Елпаала: Евер, Мишам и Шемер, который построил Оно и Лод и зависящие от него города,
১২ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
13 и Берия и Шема. Они были главами поколений жителей Аиалона. Они выгнали жителей Гефа.
১৩বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
14 Ахио, Шашак, Иремоф,
১৪বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
15 Зевадия, Арад, Едер,
১৫সবদিয়, অরাদ, এদর,
16 Михаил, Ишфа и Иоха - сыновья Берии.
১৬মীখায়েল, যিশ্‌পা ও যোহ।
17 Зевадия, Мешуллам, Хизкий, Хевер,
১৭ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
18 Ишмерай, Излия и Иовав - сыновья Елпаала.
১৮হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।
19 Иаким, Зихрий, Завдий,
১৯শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
20 Елиенай, Цилфай, Елиил,
২০সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
21 Адаия, Бераия и Шимраф - сыновья Шимея.
২১ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
22 Ишпан, Евер, Елиил,
২২শাশকের ছেলেরা হল যিশ্‌পন,
23 Авдон, Зихрий, Ханан,
২৩এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
24 Ханания, Елам, Антофия,
২৪হানন, হনানিয়,
25 Ифдия и Фенуил - сыновья Шашака.
২৫এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
26 Шамшерай, Шехария, Афалия,
২৬যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়া,
27 Иаарешия, Елия и Зихрий, сыновья Иерохама.
২৭যারিশিয়, এলিয় ও সিখ্রি।
28 Это главы поколений, в родах своих главные. Они жили в Иерусалиме.
২৮এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
29 В Гаваоне жили: Иеил, отец Гаваонитян, - имя жены его Мааха,
২৯যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
30 и сын его, первенец Авдон, за ним Цур, Кис, Ваал, Надав, Нер,
৩০তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
31 Гедор, Ахио, Зехер и Миклоф.
৩১গদোর, অহিয়ো ও সখর।
32 Миклоф родил Шимея. И они подле братьев своих жили в Иерусалиме, вместе с братьями своими.
৩২মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
33 Нер родил Киса; Кис родил Саула; Саул родил Иоанафана, Мелхисуя, Авинадава и Ешбаала.
৩৩নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।
34 Сын Ионафана Мериббаал; Мериббаал родил Миху.
৩৪যোনাথনের ছেলে মরীব্‌বাল ও মরীব্‌বালের ছেলে মীখা।
35 Сыновья Михи: Пифон, Мелег, Фаарея и Ахаз.
৩৫মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
36 Ахаз родил Иоиадду; Иоиадда родил Алемефа, Азмавефа и Замврия; Замврий родил Моцу;
৩৬আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
37 Моца родил Бинею. Рефаия, сын его; Елеаса, сын его; Ацел, сын его.
৩৭মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
38 У Ацела шесть сыновей, и вот имена их: Азрикам, Бохру, Исмаил, Шеария, Овадия и Ханан; все они сыновья Ацела.
৩৮আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
39 Сыновья Ешека, брата его: Улам, первенец его, второй Иеуш, третий Елифелет.
৩৯আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
40 Сыновья Улама были люди воинственные, стрелявшие из лука, имевшие много сыновей и внуков: сто пятьдесят. Все они от сынов Вениамина.
৪০ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।

< 1-я Паралипоменон 8 >