< Giobbe 25 >

1 Allora Bildad di Suach rispose e disse:
তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,
2 “A Dio appartiene il dominio e il terrore: egli fa regnare la pace ne’ suoi luoghi altissimi.
“কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।
3 Le sue legioni si posson forse contare? Su chi non si leva la sua luce?
তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?
4 Come può dunque l’uomo esser giusto dinanzi a Dio? Come può esser puro il nato dalla donna?
তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?
5 Ecco, la luna stessa manca di chiarore, e le stelle non son pure agli occhi di lui;
দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।
6 quanto meno l’uomo, ch’è un verme, il figliuol d’uomo ch’è un vermicciuolo!”
কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ, যে একটি কৃমির মত!”

< Giobbe 25 >