< Giobbe 18 >

1 Allora Bildad di Suach rispose e disse:
তারপর শুহীয় বিলদদ উত্তর দিলেন এবং বললেন,
2 “Quando porrete fine alle parole? Fate senno, e poi parleremo.
“তোমার কথা শেষ কর! বিবেচনা কর এবং পরে আমরা কথা বলব।
3 Perché siamo considerati come bruti e perché siamo agli occhi vostri degli esseri impuri?
কেন আমরা পশুর মত গণ্য হচ্ছি; কেন আমরা তোমার চোখে বোকার মত হয়েছি?
4 O tu, che nel tuo cruccio laceri te stesso, dovrà la terra, per cagion tua, essere abbandonata e la roccia esser rimossa dal suo luogo?
তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ, তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে?
5 Sì, la luce dell’empio si spegne, e la fiamma del suo fuoco non brilla.
সত্যি, পাপীদের আলো নেভান হবে; তার আগুনের শিখা উজ্জ্বল হবে না।
6 La luce si oscura nella sua tenda, e la lampada che gli sta sopra si spegne.
তার তাঁবুতে আলো অন্ধকার হবে; তার উপরের প্রদীপ নিভে যাবে।
7 I passi che facea nella sua forza si raccorciano, e i suoi propri disegni lo menano a ruina.
তার পায়ের শক্তি কমান হবে; তার নিজের পরিকল্পনা তাকে ফেলে দেবে।
8 Poiché i suoi piedi lo traggon nel tranello, e va camminando sulle reti.
কারণ তার নিজের পায়ের দ্বারাই সে জালে পড়বে; সে ফাঁদের মধ্যে দিয়ে হাঁটবে।
9 Il laccio l’afferra pel tallone, e la trappola lo ghermisce.
ফাঁদ গোড়ালি ধরে তাকে নিয়ে যাবে; ফাঁদ তাকে চেপে ধরবে।
10 Sta nascosta in terra per lui un’insidia, e sul sentiero lo aspetta un agguato.
১০একটি ফাঁদ তার জন্য মাটিতে লুকান আছে এবং তার জন্য রাস্তায় একটা ফাঁদ আছে।
11 Paure lo atterriscono d’ogn’intorno, lo inseguono, gli stanno alle calcagna.
১১আতঙ্ক চারিদিক দিয়ে তাকে ভয় দেখাবে; তারা প্রতি পদে তাকে তাড়া করবে।
12 La sua forza vien meno dalla fame, la calamità gli sta pronta al fianco.
১২তার শক্তি ক্ষুদায় দুর্বল হয় এবং বিপদ তার পাশে তৈরী থাকবে।
13 Gli divora a pezzo a pezzo la pelle, gli divora le membra il primogenito della morte.
১৩তার শরীরের অংশ খেয়ে ফেলবে; সত্যি, মৃত্যুর প্রথম সন্তান তার শরীরের অংশ খেয়ে ফেলবে।
14 Egli è strappato dalla sua tenda che credea sicura, e fatto scendere verso il re degli spaventi.
১৪সে তার তাঁবু থেকে উচ্ছিন্ন হবে, তার বাড়ি যাতে সে এখন আস্থা রাখে; তাকে মৃত্যুর কাছে নিয়ে আসা হবে, আতঙ্কের রাজার কাছে নিয়ে আসা হবে।
15 Nella sua tenda dimora chi non è de’ suoi, e la sua casa è cosparsa di zolfo.
১৫লোকেরা তার নিজের ইচ্ছায় তার তাঁবুতে বাস করবে না, তারপর তারা দেখবে যে তাদের ঘরে গন্ধক ছড়ানো হয়েছে।
16 In basso s’inaridiscono le sue radici, in alto son tagliati i suoi rami.
১৬নিচে তার মূল শুকিয়ে যাবে; উপরে তার শাখা কেটে ফেলা হবে।
17 La sua memoria scompare dal paese, più non s’ode il suo nome per le campagne.
১৭পৃথিবী থেকে তার স্মৃতি ধ্বংস হয়ে যাবে; রাস্তায় তার কোন নাম থাকবে না।
18 E’ cacciato dalla luce nelle tenebre, ed è bandito dal mondo.
১৮সে আলো থাকে অন্ধকারে চালিত হবে এবং সংসার থেকে তাড়িয়ে দেওয়া হবে।
19 Non lascia tra il suo popolo né figli, né nipoti, nessun superstite dov’egli soggiornava.
১৯তার লোকেদের মধ্যে তার কোন ছেলে বা নাতি থাকবে না, না এমন কোন আত্মীয় থাকবে যেখানে সে ছিল।
20 Quei d’occidente son stupiti della sua sorte, e quei d’oriente ne son presi d’orrore.
২০সেই দিনের তাদের যা হবে তা দেখে যারা পশ্চিমে বাস করে তারা তাদের ধ্বংসকার্য দেখে আতঙ্কিত হবে; যারা পূর্বে বাস করে তার এতে ভয় পাবে।
21 Certo son tali le dimore dei perversi e tale è il luogo di chi non conosce Iddio”.
২১অবশ্যই অধার্মিকদের ঘর এরকম, যারা ঈশ্বরকে জানে না তাদের ঘর এরকম।”

< Giobbe 18 >